Home স্বাস্থ্য স্বাভাবিক বা অস্বাভাবিক চুল পড়া
স্বাস্থ্য - December 12, 2024

স্বাভাবিক বা অস্বাভাবিক চুল পড়া

প্রতিদিন ১০০ টি চুল পড়া স্বভাবিক। এ বিষয়ে মার্কিন বিশেষজ্ঞ গ্রেচেন ফ্রিজ বলেন, ‘প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০টি চুল পড়ে। কারও কারও বেলায় এই সংখ্যা একটু কম-বেশিও হয়। প্রতিদিন চুল কী পরিমাণ পড়বে, তা নির্ভর করে আপনি চুলের বিকাশের কোন পর্যায়ে আছেন, তার উপর।
চুলের বিকাশকালের কোন পর্যায়ে আপনি আছেন, তার উপর নির্ভর করে দৈনিক কী পরিমাণ চুল আপনার পড়বে।


চুলের বিকাশ পর্যায় 
জন্মের পর লম্বা সময় পাড়ি দিয়ে একজন মানুষ পরিণত হয়ে ওঠে। দীর্ঘ এই সময়ে মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ধীরে ধীরে বিকশিত হয়। অন্য সব অঙ্গ-প্রত্যঙ্গের মতো আমাদের চুলেরও আছে বিকাশের কয়েকটি স্তর বা পর্যায়। সেসব হলো, অ্যানাজেন বা বৃদ্ধিপর্যায়। অ্যানাজেন পর্যায়টি ২ থেকে ৬ বছর দীর্ঘ হতে পারে। ক্যাটাজেন বা ফলিকল থেকে মুক্ত হওয়ার পর্যায়, যা ১০ থেকে ২০ দিনের হতে পারে, টেলোজেন বা বিশ্রাম পর্যায়, যা ৩ থেকে ৪ মাস দীর্ঘ হয় এবং সব শেষে এক্সোজেন বা স্খলন পর্যায়।
চুলের বিকাশকালের কোন পর্যায়ে আপনি আছেন, তার উপর নির্ভর করে দৈনিক কী পরিমাণ চুল আপনার পড়বে। এসব পর্যায়ে আপনি কখন প্রবেশ করবেন, বৈজ্ঞানিকভাবে তার কোনো নির্দিষ্ট সময় নেই। তবে আবহাওয়া ঠাণ্ডা থাকলে বা শীতকালে এবং প্রকৃতিতে ভিটামিন-ডি কম থাকলে চুল এক্সোজেন পর্যায়ে প্রবেশ করে। ফলে চুল বেশি পড়ে।
চুল পড়ায় অস্বাভাবিকতা 
চুল পড়ায় কোনো অস্বাভাবিকতা আছে কি না, তা কীভাবে বুঝবেন, সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির চর্মরোগ বিশেষজ্ঞ ড. সুসান ম্যাসিক বলেন, ‘মাথায় হাত দিলে যদি অস্বাভাবিক পরিমাণ চুল উঠে আসে এবং মাথার ত্বক যদি বেশ ফাঁকা ফাঁকা লাগে, তাহলে বুঝবেন, আপনার চুল পড়ার হার স্বাভাবিক নয়।’
কখন স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়ে
যদি স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়তে শুরু করে, তাহলে বুঝবেন, আপনার শরীরে কিছু ঘটছে। যেসব কারণে চুল অস্বাভাবিক পরিমাণে পড়তে শুরু করে-
* হরমোনের পরিবর্তন
* মানসিক চাপ
* রক্তশূন্যতা
* পুষ্টির অভাব (বিশেষ করে আমিষের)
* থাইরয়েডজনিত সমস্যা
*অবসাদ নিরাময়ে অ্যান্টিডিপ্রেসান্টের মতো ওষুধ সেবন
* কেমোথেরাপি
* ক্যান্সার রোগে আক্রান্ত হলে বা থেরাপি নিলে
পরিবারের কোনো সদস্যের মৃত্যুতে মানসিক আঘাত, কোভিড-১৯ এর মতো মারাত্মক রোগে আক্রান্ত হওয়া অস্বাভাবিক হারে চুল পড়ার কারণ হতে পারে। টেলোজেন ইফ্লুভিয়ামের কারণেও চুল পড়তে পারে। মানসিক বা শারীরিক নানাবিধ চাপের ফলে চুল পড়া শুরু হলে তাকে টেলোজেন ইফ্লুভিয়াম বলে। অনেকেই কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর টেলোজেন ইফ্লুভিয়ামের মুখোমুখি হয়েছেন। কিন্তু সুখবর হলো রোগাক্রান্ত শরীর কিছুটা স্বাভাবিক হওয়ার পর চুল পড়াও স্বাভাবিক অবস্থায় ফিরে যায়।

শরীরের নিজস্ব রোগ প্রতিরোধব্যবস্থা যেভাবে চুল পড়ার জন্য দায়ী হতে পারে
আমাদের শরীরের নিজস্ব রোগ প্রতিরোধব্যবস্থা বা অটোইউমিউনও চুলের ক্ষতি করতে পারে। লুপাস হলো শরীরের অটোইমিউনজনিত একপ্রকার রোগ, যা ত্বক, অস্থিসন্ধি, স্নায়ুতন্ত্রসহ শরীরের বিভিন্ন অঙ্গে আক্রমণ করে। লুপাস মাথার ত্বকে প্রদাহ সৃষ্টি করে চুল পড়ার হার বাড়িয়ে দেয়। তবে লুপাসের ফলে শুধু মাথার চুলই নয়, কপালের ভ্রূ, চোখের পাপড়ি এবং দাড়ি-গোঁফও পড়তে পারে। লুপাস নারীদের বেশি হলেও পুরুষদের আক্রান্ত হওয়ার হারও নেহাত কম নয়।
চুল পড়ার সবচেয়ে সাধারণ কারণ হলো অ্যালোপেসিয়া এরিয়াটা। এটি হলো শরীরের একটি অটোইমিউনজনিত রোগ, যা চুলের ফলিকিউলকে আক্রমণ করে চুল পড়া বাড়িয়ে দেয়।
যদি আপনার মাথার ত্বকে বেশি চুলকানি হয়, জ্বালাপোড়া করে, তাহলে বুঝে নিন আপনার ‘স্ক্যাল্প সোরাইসিস’ হয়েছে। স্ক্যাল্প সোরাইসিসের কোনো প্রতিকার নেই, তবে চিকিৎসা করলে অবস্থার কিছুটা উন্নতি হতে পারে।
বংশগত কারণে যেভাবে চুল পড়তে পারে
কখনো কখনো বংশগত কারণেও চুল পড়ে। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া হলো চুল পড়ার সবচেয়ে পরিচিত বংশগত কারণ। ডিহাইড্রোটেস্টোস্টেরন হরমোনজনিত ত্রুটির কারণে বংশগত এই রোগ দেখা যায়। অনেকে বিশ্বাস করেন, টাকের জন্যে দায়ী জিন পূর্বপুরুষের কোনো একজন পুরুষ সদস্যের কাছ থেকে প্রজন্ম থেকে প্রজন্মে বিস্তৃত হয়। এটা ভুল ধারণা। পুরুষ বা নারী উভয়লিঙ্গের পূর্বপুরুষই এর জন্য দায়ী হতে পারেন।

অস্বাভাবিক চুল পড়া লক্ষ্য করলে যা করণীয়
কমবেশি চুল পড়া চিন্তিত হওয়া মতো কোনো বিষয় নয়। তবে যদি খুব বেশি পরিমাণ চুল পড়ে, তাহলে দ্রুত  চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকেরা আপনার চুল পড়ার সঠিক কারণ খুঁজে বের করতে পারবেন। তবে চুল পড়ার পাশাপাশি শরীরের অন্য কোনো রোগের লক্ষণ দেখলে আমলে নিন। আতঙ্কিত হবেন না। দেরি না করে দ্রুতই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

লেখক: চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ (সাবেক) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার, ফার্মগেট, ঢাকা। প্রয়োজনে: ০১৭১১-৪৪০৫৫৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

ইয়াহিয়া সিনওয়ারের বিষয়ে ইসরায়েলের বর্ণনা মিথ্যা প্রমাণিত

গাজায় সংঘর্ষ চলাকালীন আল-জাজিরার ডকুমেন্টারি থেকে প্রাপ্ত কিছু ছবি এবং একটি গুরুত্বপূর্ণ …