Home I সিরিয়া সংকট: মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অর্জনে চীন-মিশরের বৈঠক
I - মধ্যপ্রাচ্য - December 13, 2024

সিরিয়া সংকট: মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অর্জনে চীন-মিশরের বৈঠক

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অর্জনে বেইজিং মিসরের সাথে কাজ করবে।

শুক্রবার বেইজিংয়ে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে বৈঠকে ওয়াং এ মন্তব্য করেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তিনি বলেন, উভয় দেশ সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং দেশটির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে।

মধ্যপ্রাচে সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর নতুন মেরুকরণ তৈরি হচ্ছে।  বিশেষ করে সেখানে এখানে সুযোগ নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল।  বিপরীতে পিছিয়ে পড়েছে ইরানপন্থি গোষ্ঠিগুলো।

আবার ইরানের সঙ্গে বৃহত্তর পরিসরে মিত্রতা রয়েছে চীনের। আর মিশরের সঙ্গে চীনের নতুন বোঝাপড়া মার্কিন স্বার্থের বিরোধী।

এর মধ্যে দিয়ে কায়রো ও বেইজিংয়ের পারস্পরিক আন্তর্জাতিক স্বার্থ সংহত হওয়ার পাশাপাশি বিশ্ব রাজনীতিতে চীনের সংক্রিয়তা আরও স্পষ্ট হচ্ছে। এতে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত একমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা থেকে বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থা শুরু হচ্ছে। এ সব কিছুই মধ্যম ও দীর্ঘমেয়াদে চীন এবং মিশরের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সংহত করছে। যা তাদের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

ইয়াহিয়া সিনওয়ারের বিষয়ে ইসরায়েলের বর্ণনা মিথ্যা প্রমাণিত

গাজায় সংঘর্ষ চলাকালীন আল-জাজিরার ডকুমেন্টারি থেকে প্রাপ্ত কিছু ছবি এবং একটি গুরুত্বপূর্ণ …