Home I চট্টগ্রাম বন্দরে নোঙর করল পাকিস্তানি জাহাজ
I - বাংলাদেশ - December 22, 2024

চট্টগ্রাম বন্দরে নোঙর করল পাকিস্তানি জাহাজ

পাকিস্তানি জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং করাচি থেকে চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালে(এনসিটি)নোঙর করেছে।

রোববার দুপুর আড়াইটায় এনসিটি ইয়ার্ডে ভিড়ে জাহাজটি। ৩৮ দিনের মাথায় রোববার দ্বিতীয় বারে প্রথম ট্রিপের চেয়ে তিনগুণের কাছাকাছি কনটেইনার নিয়ে এসেছে জাহাজটি। এতে ৮২৫ টিইইউএস কনটেইনার রয়েছে। এসব কনটেইনারে রয়েছে ভোগ্যপণ্য, গার্মেন্টস এক্সেসরিজসহ বিভিন্ন ধরনের মালামাল।

জানা গেছে, জাহাজটিতে থাকা ৮২৫ টিইইউএস কনটেইনারের মধ্যে ২৮৫ টিইইউএস কনটেইনারে পরিশোধিত চিনি, ১৭১টি কনটেইনারে ডলোমাইট, ১৩৮ কনটেইনারে সোডা অ্যাশ, ৪৬ কনটেইনারে পোশাক শিল্পের কাপড়ের রোল, ২০ কনটেইনারে আখের গুড়, ১৮ কনটেইনারে আলু ও ২০ কনটেইনারে পুরোনো লোহার টুকরা, রেজিন ও কাপড় রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, পণ্যগুলো খালাসের পর জাহাজটি ১২শ টিইইউএস পণ্য বোঝাই ও খালি কনটেইনার নিয়ে আগামীকাল চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

ইয়াহিয়া সিনওয়ারের বিষয়ে ইসরায়েলের বর্ণনা মিথ্যা প্রমাণিত

গাজায় সংঘর্ষ চলাকালীন আল-জাজিরার ডকুমেন্টারি থেকে প্রাপ্ত কিছু ছবি এবং একটি গুরুত্বপূর্ণ …